অাকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় রমজান নামের আট বছরের এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার উপজেলার হাইজাদি ইউনিয়নের কাহিন্দী গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের স্বপন মিয়ার ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানায়, সোমবার ভোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রমজানকে বকা দেয় তার মা। পরে অভিমান করে রমজান নিজের বসতঘরের দরজা বন্ধ করে আঁড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। শিশুটির গোঙানির শব্দে পাশের ঘরের লোকজন দরজা ভেঙে তাকে নিচে নামায়। কিন্তু ততক্ষণে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 






















