অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
চলতি সপ্তাহে জেরুজালেমকে ইসরায়েলের রাজধনী হিসেবে ঘোষণা দিতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আশঙ্কায় মুসলিম দেশগুলোর জোট আরব লীগ ও ইসলামি সংস্থা ওআইসির সদস্যদের মধ্যে জরুরি বৈঠক ডাকার উদ্যোগ নিয়েছে জর্ডান। দেশটির একজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের এক শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছে, আগামী বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করার বিতর্কিত ঘোষণা দিতে পারেন। জেরুজালেমকে স্বীকৃতি দিলে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতির পরিপন্থী হবে এবং তা মধ্যেপ্রাচ্যে উত্তেজনা ছড়াবে।
বর্তমানে আরব সামিটের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে জর্ডান। জেরুজালেমকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিলে দুই সংস্থার সদস্যদের বৈঠকে আমন্ত্রণ জানাবে জর্ডান। রয়টার্সকে জর্ডানের এক শীর্ষ কূটনৈতিক কর্মকর্তা জানান, এই সিদ্ধান্তের ফলে যে আতঙ্ক ও উদ্বেগ বৃদ্ধি করবে তা নিয়ে আলোচনা করতেই আরব লিগ ও ওআইসির বৈঠক ডাকা হবে।
তিনি আরো জানান, ট্রাম্পের এই ঘোষণার কারণে চলমান শান্তি প্রক্রিয়ার সব চেষ্টা ব্যর্থ করে দেবে। আরব, মুসলিম দেশ ও পশ্চিমা মুসলিম সম্প্রদায়দের মধ্যেও উত্তেজনা বৃদ্ধি পাবে।
আকাশ নিউজ ডেস্ক 

























