অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইতালির রাজধানী রোমে সম্প্রতি অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে তর্ক হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা নাকচ করে দিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ওই গুজবের সত্যতা নাকচ করে দেন। কোনো কোনো বিদেশি গণমাধ্যম খবর দিয়েছিল, রোম সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফে তর্ক হয়েছে।
এ সম্পর্কে প্রশ্ন করা হলে কাসেমি বলেন, এ খবর সম্পূর্ণ অসত্য এবং বিশেষ উদ্দেশ্যে বানোয়াট খবরটি তৈরি করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, রোম সম্মেলনে ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা দু’টি আলাদা দিনে বক্তব্য রেখেছেন এবং তারা দু’টি আলাদা দিনে সেখানে উপস্থিত হয়েছিলেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত সম্মেলনে বৃহস্পতিবার বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, সিরিয়া সরকারের আনুষ্ঠানিক অনুরোধে সাড়া দিয়ে তার দেশ সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে সামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করেছে।
মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশ প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় না রেখে শুধুমাত্র সমরাস্ত্র কিনে নিজের নিরাপত্তা রক্ষা করতে চায় বলে অভিযোগ করেন জারিফ। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সব দেশকে পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলকে একটি নিরাপদ স্থানে পরিণত করতে হবে।
আকাশ নিউজ ডেস্ক 

























