অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা অব্যাহত রাখায় সৌদি আরবের ওপর অবরোধ আরোপের পাশাপাশি অস্ত্র বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতারা। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে এ সংক্রান্ত একটি অলিখিত প্রস্তাব ভোটাভুটির মাধ্যমে পাস করা হয়।
এতে প্রস্তাবের পক্ষে ভোট দেন ৫৩৯ সদস্য। আর বিপক্ষে ভোট দেন ১৩ জন। এসময় ইয়েমেনের বেসামরিক নাগরিকদের ওপর সৌদি জোটের অব্যাহত বিমান হামলার তীব্র নিন্দা জানান ইইউ পার্লামেন্টের সদস্যরা। পার্লামেন্টে দেয়া বক্তব্যে ইয়েমেনে অবিলম্বে সৌদি জোটের হামলা বন্ধের পাশাপাশি যুদ্ধপীড়িত বেসামরিক নাগরিকদের রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এক আইনপ্রণেতা।
এরআগে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একই ধরনের প্রস্তাব পাস করেছিল ইউরোপীয় ইউনিয়ন। ২০১৫ সালে ইয়েমেনে বিমান হামলা শুরুর পর সৌদি আরবের সঙ্গে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি চুক্তি করেছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং গ্রিস।
আকাশ নিউজ ডেস্ক 

























