অাকাশ জাতীয় ডেস্ক:
নওগাঁর নিয়ামতপুরে ধানক্ষেত থেকে বস্তাবন্দি কঙ্কাল ও মহাদেবপুরে শোয়ার ঘর থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় মৃতদেহগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বিকালে ধান কাটতে গিয়ে নিয়ামতপুর উপজেলার দেওয়ানপাড়া এলাকায় ক্ষেতের মাঝে বস্তাবন্দি একটি কঙ্কাল দেখতে পায় কৃষকরা। খবর পেয়ে পুলিশ গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। উদ্ধার করা কঙ্কালটি উপজেলার দেওয়ান পাড়া এলাকার আবুল হোসেনের মেয়ে আলেমা খাতুনের বলে তার পরিবার সনাক্ত করেন। দেড় মাস থেকে আলেমা নিখোঁজ ছিলেন।
আলেমার ভাই শরিফুল দেওয়ান জানান, আড়াই মাস আগে একই এলাকার রুমি দেওয়ানের ছেলে শাওন দেওয়ানের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে আলেমা। পরে তিনি বাবার বাড়িতে ফিরে আসেন।
দেড় মাস আগে পারিবারিক সম্মতিতে শাওন আলেমাকে নিজ বাড়িতে নিয়ে যায়। তার দু’দিন পর থেকেই নিখোঁজ হয় আলেমা। কঙ্কাল উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলা হচ্ছে বলে জানিয়েছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। অন্যদিকে জেলার মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ গ্রামের সুদেব কুন্ডুর শয়ন ঘর থেকে শিউলী রানী নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। শিউলী রানী সুদেব কুন্ডুর স্ত্রী।
মৃতের ভাই আনন্দ কুমার জানান, প্রায়ই শিউলির সঙ্গে তার স্বামী সুদেবের ঝগড়া হতো। এর জের ধরে তার বোনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। মহাদেবপুর থানার ওসি মিজানুর রহমান জানান, সন্ধ্যায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মহাদেবপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























