অাকাশ জাতীয় ডেস্ক:
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় গরু ক্ষেতের শাক খেয়ে ফেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
শনিবার দুপুরে পার-মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন জানান, শুক্রবার বিকেলে জেলার হরিণাকুন্ডু উপজেলার পার-মথুরাপুর গ্রামের মকি বিশ্বাসের সমর্থকদের গরু একই গ্রামের নিয়ামত মন্ডলের সমর্থকদের ক্ষেতের পালং শাক খেয়ে ফেলে।
এ ঘটনার জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আকাশ নিউজ ডেস্ক 
























