অাকাশ জাতীয় ডেস্ক:
বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেলকে একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী ইসমাইল হোসেন নিহত হন। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের রনবাঘা বাসস্ট্যান্ড সংলগ্ন খানকা শরিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইসমাইল হোসেন রাজশাহী জেলার বাঘা উপজেলার নারায়ণপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে ছিলেন। তিনি গাইবান্ধা জেলায় ঠিকাদারি ব্যবসা করতেন।
জানা গেছে, বগুড়ামুখী একটি যাত্রীবাহী বাসের সাথে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। কুন্দার হাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























