অাকাশ বিনোদন ডেস্ক:
এতো দ্রুত সানির কোল জুড়ে সন্তান আসবে, একথা ঘুণাক্ষরেও টের পায় নি কেউ। না, তিনি নিজে জন্ম দেন নি, এমনকি সারোগেসি করেও সন্তান পান নি। মহারাষ্ট্রের লাতুর থেকে ২১ মাসের কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন সানি ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার।
এভাবে মা হওয়ার অনুভূতি জানাতে গিয়ে সানি বলেন, তিন সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন তারা। ন’মাস ধরে প্রস্তুতির পর সন্তানের জন্ম দেয় মা। এছাড়া ছবিতে দেখে নিশাকে ভালোবেসে ফেলেন তিনি। তাই দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিতে আর দেরি করেননি। এছাড়া আমি অন্যদের কথা বলতে পারব না। তবে সন্তান বায়োলজিক্যাল না কী, এটা আমাদের কাছে কোনো বিষয় নয়। আমার একটা পরিপূর্ণ পরিবার চেয়েছিলাম, সেটা এখন পেয়েছি। আমার বিশ্বাস, নিশা আমাদের খুব পছন্দ করবে।
মেয়ের বিষয়ে সানি বলেন, ‘সে খুব মিষ্টি মেয়ে। সে যখন আপনার দিকে তাকিয়ে হাসবে, তখন আপনার হৃদয় গলে যাবে। আমি চাই, সে বড় হয়ে স্বাধীন হোক। নিজের মতো করে নিজের জীবন কাটাক।’
ড্যানিয়েল বেবার বলেন, ‘আমাদের জীবনটা খুব অদ্ভুত। আমাদের জীবনে কোনো নয় মাস নেই। গত দুই বছর এ নিয়ে অনেক কাগজপত্র ঘাঁটাঘাঁটি করেছি। এরপর হঠাৎ একদিন ই-মেইল এল যে একটি শিশুর সঙ্গে আমাদের ম্যাচিং হয়েছে। এটা খুবই আনন্দের। আমি জীবনেও ভাবিনি, কোনো দিন সন্তান দত্তক নেব। তবে এতিম শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে আমার মানসিকতার পরিবর্তন হয়েছে। এ ছাড়া আমরা যে কাজ করি, তাতে আমাদের জন্য এমনিতে কোনো সময় নেই। এই ব্যস্ততার মাঝে সন্তান নেওয়ার পরিকল্পনা করা খুব কঠিন।
আকাশ নিউজ ডেস্ক 






















