অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত একজন মহিলা নিহত হয়েছেন। শুক্রবার ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ভালুকা মডেল থানার সামনে এ ঘটনা ঘটে। পরে থানা পুলিশের উদ্যোগে ওই নারীর লাশ দাফন ও কাফন করা হয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন-অর-রশিদ দৈনিক আকাশকে জানান, মডেল থানার সামনে থানা মোড়ে প্রায় ১০-১২ বছর যাবৎ মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ওই নারী অবস্থান করছিলেন।
তার মৃত্যুর সংবাদ পাওয়ার পর নিজ উদ্যোগে এবং ভালুকা মডেল থানার অফিসার ফোর্সের সহায়তায় এ দিন দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছে। ভালুকা মডেল থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত জানাজায় থানা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
আকাশ নিউজ ডেস্ক 
























