অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক ভ্যানরিকশা চালককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে কোতয়ালি থানা এলাকার সদর উপজেলার খাগডহরের মির্জাপুর গ্রামের বিলপাড় এ ঘটনা ঘটে।
ভ্যানচালক চাঁন মিয়াসহ তার পরিবারের শাহজাহান ও কামরুল ইসলামকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক চাঁন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন চিকিৎসাধীন আছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























