অাকাশ জাতীয় ডেস্ক:
জয়পুরহাট সদর উপজেলার পাকুরতলী এলাকায় ট্রাকের ধাক্কায় রহিমা (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘনা ঘটে। নিহত রহিমা আক্কেলপুর উপজেলা কাঠালতলী এলাকার দেলোওয়ার হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন জানান, রহিমা তার দেবরের সঙ্গে মোটরসাইকেলে জয়পুরহাট শহরে যাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত রহিমা মোটরসাইকেল থেকে পড়ে গেলে আক্কেলপুরগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।
আকাশ নিউজ ডেস্ক 
























