ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান নির্বাচনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে: সেনাপ্রধান বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে নেই: পররাষ্ট্র উপদেষ্টা হাদি হত্যা: ফয়সাল করিমের আরেক সহযোগী গ্রেফতার, ৬ দিনের রিমান্ড টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে বিজয়ী হলে প্রয়োজনে জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো : মামুনুল হক তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে অসুস্থ ফজলুর রহমান গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই : ড. মোশাররফ এবার দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

দেশনায়ক সোহেল রানা

আকাশ বিনোদন ডেস্ক:

সোহেল রানা ঢাকাই ছবির একসময়ের ড্যাশিং হিরো। তার আরও পরিচয় আছে সিনেমাপ্রেমীদের কাছে। তিনি একাধারে প্রযোজক, পরিচালক। তবে অনেকদিন তিনি চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন। সেই বিরতি কাটছে এবার। আবারও চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন সোহেল রানা। দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতার নতুন ছবির নাম ‌‘দেশনায়ক’।

এই ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন চিত্রপরিচালক বজলুর রাশেদ চৌধুরী পরিচালিত। এই নির্মাতা জানান, ‘দেশপ্রেম ও পারিবারিক এবং সামাজিক গল্পে নির্মিত হতে যাওয়া ছবিটিতে সোহেল রানা একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।’ খ্যাতনামা চলচ্চিত্রকার ছটকু আহমেদ ছবির চিত্রনাট্য লিখছেন। ছবিতে প্রধান দুই চরিত্রে চমক থাকছে। শিগগিরই সেই দুই তারকার নাম মহরত করে জানানো হবে।’

বজলুর রশীদ চৌধুরী আরো জানান, গতানুগতিক ধারার বাইরে গিয়ে একেবারেই ভিন্ন গল্পে ছবিটি দর্শকের সামনে সময়োপযোগী করে তুলে ধরা হবে। ছবির চরিত্রটি নিয়ে সোহেল রানা বেশ মুগ্ধ। তাকে একদম নতুনরূপে আবিষ্কার করবেন দর্শক। সোহেল রানা ছাড়াও অভিনয় করবেন মিশা সওদাগর। শিগগির ‘দেশনায়ক’র শুটিং শুরু হবে।

প্রসঙ্গত, কিংবদন্তী অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা প্রযোজক হিসেবে ১৯৭২ সালে ‘ওরা ১১ জন’ চলচ্চিত্র প্রযোজনার মধ্য দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। নায়ক ও পরিচালক হিসেবে ১৯৭৪ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক ঘটে তার। এরপর নায়ক হিসেবে অভিনয় করেছেন অসংখ্য ব্যবসা সফল ছবিতে।

তবে অভিনয়ের পাশাপাশি তিনি নির্মাণ করেছেন অসংখ্য বিখ্যাত কিছু চলচ্চিত্র। তার পরিচালিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে গাদ্দার, মৃত্যুর সাথে পাঞ্জা, পরাধীন, দাগী, জবাব, জীবন নৌকা, শিকল, অত্যাচার, জুলি, জুলুম, হীরাপাশা, দুই প্রেমিক, সংঘাত, হাঙর নদী গ্রেনেড, জীবন সীমান্তে, জীবন এক সংঘর্ষ, স্ত্রী, লাট সাহেবসহ আরো অনেক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : তারেক রহমান

দেশনায়ক সোহেল রানা

আপডেট সময় ০৫:০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭

আকাশ বিনোদন ডেস্ক:

সোহেল রানা ঢাকাই ছবির একসময়ের ড্যাশিং হিরো। তার আরও পরিচয় আছে সিনেমাপ্রেমীদের কাছে। তিনি একাধারে প্রযোজক, পরিচালক। তবে অনেকদিন তিনি চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন। সেই বিরতি কাটছে এবার। আবারও চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন সোহেল রানা। দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতার নতুন ছবির নাম ‌‘দেশনায়ক’।

এই ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন চিত্রপরিচালক বজলুর রাশেদ চৌধুরী পরিচালিত। এই নির্মাতা জানান, ‘দেশপ্রেম ও পারিবারিক এবং সামাজিক গল্পে নির্মিত হতে যাওয়া ছবিটিতে সোহেল রানা একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।’ খ্যাতনামা চলচ্চিত্রকার ছটকু আহমেদ ছবির চিত্রনাট্য লিখছেন। ছবিতে প্রধান দুই চরিত্রে চমক থাকছে। শিগগিরই সেই দুই তারকার নাম মহরত করে জানানো হবে।’

বজলুর রশীদ চৌধুরী আরো জানান, গতানুগতিক ধারার বাইরে গিয়ে একেবারেই ভিন্ন গল্পে ছবিটি দর্শকের সামনে সময়োপযোগী করে তুলে ধরা হবে। ছবির চরিত্রটি নিয়ে সোহেল রানা বেশ মুগ্ধ। তাকে একদম নতুনরূপে আবিষ্কার করবেন দর্শক। সোহেল রানা ছাড়াও অভিনয় করবেন মিশা সওদাগর। শিগগির ‘দেশনায়ক’র শুটিং শুরু হবে।

প্রসঙ্গত, কিংবদন্তী অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা প্রযোজক হিসেবে ১৯৭২ সালে ‘ওরা ১১ জন’ চলচ্চিত্র প্রযোজনার মধ্য দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। নায়ক ও পরিচালক হিসেবে ১৯৭৪ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক ঘটে তার। এরপর নায়ক হিসেবে অভিনয় করেছেন অসংখ্য ব্যবসা সফল ছবিতে।

তবে অভিনয়ের পাশাপাশি তিনি নির্মাণ করেছেন অসংখ্য বিখ্যাত কিছু চলচ্চিত্র। তার পরিচালিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে গাদ্দার, মৃত্যুর সাথে পাঞ্জা, পরাধীন, দাগী, জবাব, জীবন নৌকা, শিকল, অত্যাচার, জুলি, জুলুম, হীরাপাশা, দুই প্রেমিক, সংঘাত, হাঙর নদী গ্রেনেড, জীবন সীমান্তে, জীবন এক সংঘর্ষ, স্ত্রী, লাট সাহেবসহ আরো অনেক।