আকাশ বিনোদন ডেস্ক:
নানা বিতর্কে বারবার আলোচনায় এসেছেন হলিউড তারকা কিম কার্দাশিয়ান। ফের আরও একবার খোলামেলা পোশাকে স্পটলাইটে এলেন তিনি।
সম্প্রতি নিউইয়র্কে স্বামী কেনির সঙ্গে একটি সন্ধ্যা কাটাতে এসেছিলেন এই হলিউড তারকা। সেখানেই কালো গাউনে দেখা মিলল কার্দারশিয়ানের। যে পোশাকে রীতিমতো নেট দুনিয়ায় ঝড় তুলেছেন কিম। আর এই ছবিটিই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

তবে কিমের এমন উপস্থিতি এবারই প্রথম নয়, এর আগে বেশ কয়েকবার খোলা-মেলা পোশাকে ফটোশ্যুট করে শিরোনাম হয়েছেন এ তারকা। যদিও ছবিগুলো পোস্ট করেছেন তার স্বামী কেনি। কিমকে শুভেচ্ছা জানাতেই নাকি সোশ্যাল মিডিয়ায় তাঁর নগ্ন ছবি পোস্ট করেছিলেন কেনি।
আকাশ নিউজ ডেস্ক 

























