অাকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় গলায় ফাঁস দিয়ে এক নারী পোশাকশ্রমিক ও এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার দুপুরে ফতুল্লার বক্তাবলী ও এনায়েতনগর মুসলিমপাড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- বক্তাবলী এলাকার মতিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া পোশাকশ্রমিক ফাতেমা আক্তার ও এনায়েতনগর মুসলিমপাড়া এলাকায় সিরাজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া রং মিস্ত্রি রাসেল মিয়ার স্ত্রী গৃহবধূ লামিয়া আক্তার। এদের মধ্যে পুলিশ লামিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ফাতেমার লাশ খানপুর হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান, পারিবারিক কলহের জের ধরে দুজন নারী আত্মহত্যা করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























