অাকাশ জাতীয় ডেস্ক:
কিশোরগঞ্জের ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কামনা শীষ সরকার মাদক মামলায় গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে সাসপেন্ড করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে সাসপেন্ড করেছে বলে জানান জেলা মাদকদ্রব্য অফিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন।
গত ২৫ নভেম্বর শনিবার ভৈরবের পরিদর্শক অফিসে ৬৮ কেজি গাজা ও ২৪ বোতল ভারতীয় ফেনসেডিল অবৈধভাবে মজুত রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মজুত মাদকের কোন জব্দ তালিকা না থাকায় এবং কোথা থেকে এই মাদক উদ্ধার হল মোভমেন্ট রেজিস্ট্রারে অভিযানের তারিখ ও সময় লেখা না থাকার অপরাধে তাকে ঘটনার দিন গ্রেপ্তার করা হয়।
কিশোরগঞ্জ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন গোপন সূত্রে খবর পেয়ে ওইদিন ভৈরব অফিসে এসে উল্লেখিত মাদকদ্রব্য একটি স্টোররুম থেকে উদ্ধার করে পরিদর্শককে আটকের পর পুলিশ ডেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার ওইদিন রাতেই তার বিরুদ্ধে ভৈরব থানায় মাদক আইনে একটি মামলা করার পর তাকে গত রবিবার কিশোরগঞ্জ আদালতে পাঠালে আদালত পরিদর্শককে কারাগারে পাঠিয়ে দেয়। দায়ের করা মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা বিভাগীয় অফিসের উপ-পরিচালক (গোয়েন্দা) মো. আহসানুর রহমানকে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে বলে অফিসিয়াল সূত্রে জানা গেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























