অাকাশ জাতীয় ডেস্ক:
র্যাব-১৪ ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের মাঠের পাশে একটি বাড়িতে আধুনিক আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে। এসময় তারা সোহেল নামে এক যুবককেও আটক করেছে।মঙ্গলবার মধ্যরাতে র্যাব অস্ত্র তৈরির কারখানাটিতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি, কমান্ডো নাইফ, চাপাতি, তলোয়ার সহ বেশ কিছু ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
অধিনায়ক লে. কর্নেল শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত দেড়টার দিকে ময়মনসিংহ শহরের নাসিরাবাদ কলেজের পাশে মঈন উদ্দিন নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় র্যাব। এসময় বাড়িটি ঘিরে ফেলে র্যাব। তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় সোহেল নামে একজনকে আটক করা হয়।
তিনি আরো জানান, তল্লাশি চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি, কমান্ডো নাইফ, চাপাতি, তলোয়ারসহ বেশ কিছু ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























