অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, তার মন্ত্রণালয় দেশের নৌবাহিনীকে আধুনিক অস্ত্রে সজ্জিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। নৌবাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।
তিনি বলেন, এ প্রচেষ্টার কারণে ইরানের নৌবাহিনী সক্ষমতা অর্জন করেছে এবং জরুরি পরিস্থিতিতে সর্বাত্মক প্রস্তুতি নেয়ার মতো অবস্থায় রয়েছে। ইরানের নৌবাহিনী হচ্ছে নিয়মিত সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ শাখা। এই বাহীনিকে শক্তিশালি করতে কোনো চেষ্টা বাদ দিবেন না।
তিনি আরো জানান, ইরানি নৌবাহিনীকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সর্বাত্মক সমর্থন দেবে; পাশাপাশি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখাকেও সমর্থন দেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 

























