ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

সৌদি আরবে কী ঘটেছিল, জানাতে চান না লেবাননের প্রধানমন্ত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবে অবস্থানের সময় যা ঘটেছে, তা প্রকাশ করতে চান না লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। তাঁর ভাষ্য, সৌদি আরবে যা ঘটেছে, তা সেখানেই থাক। প্রকাশ করে লাভ কী?

নভেম্বরের প্রথম সপ্তাহে সৌদি আরবে গিয়ে হুট করে পদত্যাগের ঘোষণা দেন সাদ হারিরি। নিজ জীবননাশের আশঙ্কাও প্রকাশ করেন তিনি। লেবাননে ইরানের ভূমিকার সমালোচনা করেন।

তবে লেবানন কর্তৃপক্ষ দাবি করে, তাঁকে রিয়াদে ডেকে নিয়ে পদত্যাগে বাধ্য করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ হারিরিকে আটক করে রেখেছে। হারিরি অবশ্য তখন নিজেকে স্বাধীন দাবি করেছিলেন। দেশে ফিরে ২২ নভেম্বর লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠকের পর পদত্যাগের ঘোষণা থেকে সরে আসেন হারিরি।

কিন্তু তাঁর পদত্যাগ নিয়ে নানা ধরনের গুঞ্জন থামছে না। বিশেষ করে পদত্যাগের ঘোষণার সময় তিনি ইরান এবং দেশটি-সমর্থিত লেবাননের রাজনৈতিক পরিস্থিতির জন্য হিজবুল্লাহর ভূমিকার সমালোচনা করেছিলেন। তিনি যে ভাষায় সমালোচনা করেছিলেন, তাঁর সঙ্গে সৌদি ভাষ্যের অনেক মিল রয়েছে।

এর মধ্যে সোমবার ফরাসি সম্প্রচারমাধ্যম চ্যানেল সিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাদ হারিরি বলেন, আকস্মিক পদত্যাগের ঘোষণার মাধ্যমে নিজ দেশের জনগণের মধ্যে ‘ইতিবাচক ধাক্কা’ দিতে চেয়েছিলেন তিনি। তাঁর পদত্যাগের সিদ্ধান্তের ক্ষেত্রে সৌদি আরবের কোনো চাপ ছিল না।

ফরাসি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে হারিরি বলেন, তিনি পদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করেছেন। হিজবুল্লাহ যদি লেবাননের বর্তমান অবস্থার পরিবর্তন করতে রাজি না হয়, তবে তিনি পদত্যাগ করবেন। লেবানন শাসন করছে জোট সরকার। এতে হারিরিকে হিজবুল্লাহর সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করতে হয়। লেবাননের দক্ষিণে সংগঠনটির সামরিক শক্তি বেশ সুসংহত।

হারিরি সৌদি আরবে অবস্থানের সময় অচলাবস্থা নিরসনে এগিয়ে আসে ফ্রান্স। তাদের মধ্যস্থতায় রিয়াদ থেকে প্যারিসে যান হারিরি। সেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বুধবার লেবাননের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের জন্য দেশে ফিরে গিয়ে পদত্যাগ স্থগিত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে কী ঘটেছিল, জানাতে চান না লেবাননের প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:৫৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবে অবস্থানের সময় যা ঘটেছে, তা প্রকাশ করতে চান না লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। তাঁর ভাষ্য, সৌদি আরবে যা ঘটেছে, তা সেখানেই থাক। প্রকাশ করে লাভ কী?

নভেম্বরের প্রথম সপ্তাহে সৌদি আরবে গিয়ে হুট করে পদত্যাগের ঘোষণা দেন সাদ হারিরি। নিজ জীবননাশের আশঙ্কাও প্রকাশ করেন তিনি। লেবাননে ইরানের ভূমিকার সমালোচনা করেন।

তবে লেবানন কর্তৃপক্ষ দাবি করে, তাঁকে রিয়াদে ডেকে নিয়ে পদত্যাগে বাধ্য করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ হারিরিকে আটক করে রেখেছে। হারিরি অবশ্য তখন নিজেকে স্বাধীন দাবি করেছিলেন। দেশে ফিরে ২২ নভেম্বর লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠকের পর পদত্যাগের ঘোষণা থেকে সরে আসেন হারিরি।

কিন্তু তাঁর পদত্যাগ নিয়ে নানা ধরনের গুঞ্জন থামছে না। বিশেষ করে পদত্যাগের ঘোষণার সময় তিনি ইরান এবং দেশটি-সমর্থিত লেবাননের রাজনৈতিক পরিস্থিতির জন্য হিজবুল্লাহর ভূমিকার সমালোচনা করেছিলেন। তিনি যে ভাষায় সমালোচনা করেছিলেন, তাঁর সঙ্গে সৌদি ভাষ্যের অনেক মিল রয়েছে।

এর মধ্যে সোমবার ফরাসি সম্প্রচারমাধ্যম চ্যানেল সিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাদ হারিরি বলেন, আকস্মিক পদত্যাগের ঘোষণার মাধ্যমে নিজ দেশের জনগণের মধ্যে ‘ইতিবাচক ধাক্কা’ দিতে চেয়েছিলেন তিনি। তাঁর পদত্যাগের সিদ্ধান্তের ক্ষেত্রে সৌদি আরবের কোনো চাপ ছিল না।

ফরাসি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে হারিরি বলেন, তিনি পদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করেছেন। হিজবুল্লাহ যদি লেবাননের বর্তমান অবস্থার পরিবর্তন করতে রাজি না হয়, তবে তিনি পদত্যাগ করবেন। লেবানন শাসন করছে জোট সরকার। এতে হারিরিকে হিজবুল্লাহর সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করতে হয়। লেবাননের দক্ষিণে সংগঠনটির সামরিক শক্তি বেশ সুসংহত।

হারিরি সৌদি আরবে অবস্থানের সময় অচলাবস্থা নিরসনে এগিয়ে আসে ফ্রান্স। তাদের মধ্যস্থতায় রিয়াদ থেকে প্যারিসে যান হারিরি। সেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বুধবার লেবাননের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের জন্য দেশে ফিরে গিয়ে পদত্যাগ স্থগিত করেন।