অাকাশ জাতীয় ডেস্ক:
ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো এক জন। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের হরিহরা গ্রামে এ ঘটনা ঘটে।
হতাহতরা হলেন- হরিহরা নতুনপাড়ার মৃত মোহন মন্ডলের ছেলে রতন মন্ডল (৩৫) ও পুরাতনপাড়ার মৃত মনছুর মন্ডলের ছেলে ওয়াজ মন্ডল (৫৫)। এ ঘটনায় নিহত ওয়াজ মন্ডলের ছেলে আকিদুল মন্ডল আহত হয়ে ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।
শৈলকুপার থানার ওসি আলমগীর হোসেন জানান, শুক্রবার সকালে হরিহরা মাঠে পাট জাগ দিতে যায় কৃষক রতন মন্ডল, ওয়াজ মন্ডল ও তার ছেলে আকিদুল মন্ডল। এ সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয় রতন মন্ডল ও ওয়াজ মন্ডল। আহত হয় ওয়াজ মন্ডলের ছেলে আকিদুল মন্ডল। মাঠে থাকা অন্যান্য কৃষকরা আহত আকিদুলকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা হাসপাতালে ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তার অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























