অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সোমবার কুয়েতের একটি আদালত বিরোধী দলের নেতা ও ইসলামিক গ্রুপের তিন এমপিসহ ৬৭ জনকে ২০১১ সালে সংসদে হামলার দায়ে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দিয়েছে। আসামি পক্ষের একজন আইনজীবী ইউসুফ আল-হারবাশ একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
বিরোধী দলীয় নেতা মুসাল্লাম আল-বারাক, ইসলামিক গ্রুপের তিন এমপি ও ৬৩ জন ভিন্নমতাবলম্বী নেতা কর্মীকে সংসদ ভবন দখলের সময় পুলিশের বিরুদ্ধে সহিংসতা সৃষ্টি করার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদেরকে এক থেকে সাত বছরের জেল দেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালে আমিরাতের প্রধানমন্ত্রী শেখ নাছের মোহাম্মদ আল-সাবাহ’র পদত্যাগের দাবিতে সংসদে হামলা চালানো হয়েছিলো।
আকাশ নিউজ ডেস্ক 
























