অাকাশ জাতীয় ডেস্ক:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জুলাকি বেগম নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের একটি পরিত্যক্ত জমি থেকে সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। জুলাকি বেগম একই উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের নুনতোলা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক আশুতোষ জানান, গৃহবধূর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে এ হত্যার কারণ তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছিল।
আকাশ নিউজ ডেস্ক 
























