অাকাশ জাতীয় ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের আশোক আলী নামের এক হত্যা মামলার আসামির মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় তিনি মারা যান। আশোক নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের রসুলপুর গ্রামের জনাব আলীর ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার নূরুননবী ভূইয়া জানান, রবিবার বিকাল চারটার দিকে আশোক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিকভাবে কারাগারে চিকিৎসা দেয়া হয়। পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























