অাকাশ জাতীয় ডেস্ক:
জয়পুরহাট আইনজীবী সমিতির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন বিএনপি প্যানেলের আইনজীবী প্রার্থীরা। শনিবার এ নির্বাচনে সমিতির ১১ সদস্যের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ৮টি পদে বিএনপি প্রার্থী ও তিনটি পদে আওয়ামী লীগ প্রার্থীদের জয় হয়েছে।
আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রেজাউল করিম জানান, শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট চলে। পরে ভোট গননা করে এ ফলাফল ঘোষণা করা হয়।
বিএনপি প্যানেলের সভাপতি পদে অ্যাড. রফিকুল ইসলাম তালুকদার তরুণ, সহ-সভাপতি পদে অ্যাড. তাহের সরদার, সাধারণ সম্পাদক পদে অ্যাড. শাহানুর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাড. এ কে এম মজিবুর রহমান, অর্থ সম্পাদক পদে অ্যাড. আবু হেনা মো. মুজাহেদুল ইসলাম রাজু, নিরীক্ষা সম্পাদক পদে অ্যাড. মোজাহেদ আলী দেওয়ান, সদস্য পদে অ্যাড. রিনাত ফেরদৌসী রিনি ও অ্যাড. এ কে এম আবু সুফিয়ান নির্বাচিত হন।
আওয়ামী লীগ প্যানেল থেকে নির্বাচিতরা হলেন- প্রচার ও গ্রন্থাগার সম্পাদক পদে অ্যাড. নিগার সুলতানা রিক্তা, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. মামুন কবির লাবু এবং সদস্য পদে অ্যাড. মানিক হোসেন।
আকাশ নিউজ ডেস্ক 
























