অাকাশ জাতীয় ডেস্ক:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুধকুমর নদে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, শনিবার সকালে উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের দুধকুমার নদের পাইকডাঙ্গা এলাকার একটি বাঁশের সাঁকোর নিচে লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত যুবক নাম আব্দুল রশিদ (৩৫)। তিনি উপজেলার সোনাহাট ইউনিয়নের চর বলদিয়া গ্রামের খইমুদ্দিনের ছেলে। পারিবারিক সূত্র জানায়, গত ২৩ নভেম্বর সন্ধ্যায় ঝগড়া করে চলে যাওয়ার পর আর বাড়ি ফিরেননি আব্দুর রশিদ। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ তাপস কুমার পন্ডিত ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























