অাকাশ জাতীয় ডেস্ক:
গাইবান্ধার সুন্দরগঞ্জে রাস্তা পারাপারের সময় চলন্ত অটোবাইকের ধাক্কায় আছিরন বেওয়া (৯৫) নামে এক বৃদ্ধা ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, শনিবার বিকালে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের সতীর আঁড়া নামক স্থানে সুন্দরগঞ্জ-গাইবান্ধা মিনি বিশ্বরোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত সাকীম উদ্দীনের স্ত্রী আছিরন বেওয়া বাড়ির পাশে রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় শোভাগঞ্জ বাজার থেকে একটি যাত্রীবাহী অটোবাইক কঞ্চিবাড়ি যাবার সময় তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে বিক্ষুব্ধ জনতা ঘাতক অটোবাইকটিতে আগুন ধরিয়ে দেন।
থানার এসআই ইজার আলী জানান, কোনো আপত্তি না থাকায় নিহত আছিরন বেওয়ার লাশ তার পরিবারকে দেয়া হয়। এছাড়া, আগুনে পুড়ে যাওয়া অটোবাইকের অবশিষ্ট যন্ত্রাংশ শান্তিরাম ইউপি চেয়ারম্যান সামিউল ইসলামের জিম্মায় দেয়া হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























