অাকাশ জাতীয় ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে অন্তর্ভুক্তি উপলক্ষে আজ ২৫ নভেম্বর সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সরকারিভাবে এই কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের র্কাযলয় থেকে রওনা হয়ে মূল শোভাযাত্রা ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয় বড় মূল মঞ্চে সন্মানিয় অতিথিরা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব রমেশ চন্দ্র সেন, জেলা প্রসাশক মো. আব্দুল আওয়াল, পুলিশ সুপার জনাব মো. ফারহাত আহম্মেদ, ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আকাশ নিউজ ডেস্ক 
























