অাকাশ জাতীয় ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেষ্কোর ‘মেমোরি অব দ্য’ ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার মাধ্যমে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ লাভ করায় মাদারীপুরে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে শহরের স্বাধীনতা অঙ্গন থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ। ব্যানার ফেস্টুন হাতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, চিকিৎসক, সাংস্কৃতিক কর্মী, উন্নয়ন কর্মী, সুধিজনেরাসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেন। র্যালি শেষে স্বাধীনতা অঙ্গনে বিভিন্ন শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজউদ্দিন খান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মদ, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. ওবায়দুর রহমান কালু খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহজাহান হাওলাদারসহ প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 
























