অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহের মুক্তাগাছায় বন্ধুদের ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কুমারগাতা ইউনিয়নের কান্দাপাড়া প্রাইমারি স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহত মো. ফজলু রাম কিশোর উচ্চ বিদ্যালয়ের (আরকে হাই স্কুল) নবম শ্রেণির ছাত্র এবং গন্ধর্বপুর গ্রামের রব্বানীর ছেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ মোল্লা দৈনিক আকাশকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিন দিন আগে কালিপূজা উপলক্ষে ২০ টাকা চাঁদা নেয়ার বিষয়কে কেন্দ্র করে সত্রাশিয়ার বাসিন্দা তার (ফজলুর) বন্ধু জজ মিয়া, তুষাড়, মেহেদি, তামিম, কাজলদের সাথে ঝগড়া হয় । এরই জের ধরে এহত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে । লাশের পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
ওসি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























