অাকাশ জাতীয় ডেস্ক:
কুষ্টিয়ার বটতৈল এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উদয় কুমার দেব (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার ভোর রাত ৪টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়ার হাইওয়ে পুলিশের এসআই জয়নূল ইসলাম জানান, সৈয়দপুর থেকে ছেড়ে আসা বরিশালগামী তুহিন পরিবহনের যাত্রীবাহী একটি বাস উক্ত স্থানে পৌঁঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে তুহিন পরিবহনের সুপারভাইজার উদয় কুমার দেবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় অন্তত ১০জন আহত হয়। আহতরা বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আকাশ নিউজ ডেস্ক 
























