অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
কলম্বিয়ায় বুধবার ভেনিজুয়েলার ডুবে যাওয়া একটি নৌযানের ভেতর থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। এখনো এই নৌদুর্ঘটনায় সাত জন নিখোঁজ রয়েছে।
কলম্বিয়ার নৌবাহিনীর একটি ইউনিট ডুবে যাওয়া নৌকার ধ্বংসস্তুপের ভেতর ভেনিজুয়েলার দুই পুরুষ ও এক নারীর লাশ সনাক্ত করে। এখনো তাদের পরিচয় জানা যায়নি।
বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র জানান, ভারী বৃষ্টিপাতের কারণে পানি দ্রুত বেড়ে যাওয়ায় ১৮ আরোহীসহ নৌযানটি ডুবে যায়। মঙ্গলবার নৌযানের আট আরোহীকে উদ্ধার করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























