অাকাশ জাতীয় ডেস্ক:
বেনাপোলের ভবেরবেড় গ্রাম থেকে আবু হোসেন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে ঐ গ্রামের একটি পুকুড় পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে গভীর রাতে কোন এক সময় কেউ তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঐ গ্রামের একটি পুকুড় পাড়ে ফেলে যায়।
পুলিশ জানায়, ভোরের দিকে মাঠে কাজ করতে যাওয়ার সময় লাশটি পুকুড় পাড়ে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন মর্গে পাঠায়।
বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) ফিরোজ উদ্দিন জানান, ভবেরবেড় গ্রাম থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পুলিশ এ বিষয়ে তদন্ত করছে, ময়না তদন্ত শেষে বিষয়টি পরিস্কার হবে। এ ঘটনায় বেনাপোল পোটর্ থানায় একটি মামলা হযেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























