অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহে একটি মাছবাহী ট্রাকের ধাক্কায় চার বছর বয়সী সিয়াম নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলার ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দা শিশুটি ঐ এলাকায় সড়কের পাশে ছিল। হঠাৎই মাছবাহী ট্রাকটি তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কবিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং মামলা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























