অাকাশ জাতীয় ডেস্ক:
কচুয়ায় এনবিআরের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম হোসেনের কর্মী সমর্থকদের গাড়ি বহরে হামলায় ১০টি গাড়ি ভাংচুর করা হয়েছে ও ৭ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে পৌরসভার সুবিদপুর এলাকায় এ ঘটনা ঘটে । ধারনা করা হচ্ছে, হামলাকারীরা বর্তমান এমপি এর অনুসারী ছাত্রলীগের কিছু অংশ।
পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মনজুর আহমেদ সুজন জানান, তিনিসহ প্রায় সহস্রাধিক আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী মোঃ গোলাম হোসেনের সাথে হাশিমপুর মিয়ারবাজার তাঁর বাড়িতে পরিচিতি ও মতবিনিময় সভায় যোগদানের উদ্দেশ্যে কচুয়া থেকে রওনা করেন। পথিমধ্যে সুবিদপুর এলাকায় আসলে ছাত্রলীগের ২০/২৫জন কর্মী লাঠি-সোঠা নিয়ে তাদের গাড়ি বহরে হামলা চালায়। এ সময় গাড়িতে থাকা, আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান ছিকু, মুজিবুর রহমান, আবু তাহের, শ্রমিক লীগ কর্মী নূরুল ইসলাম ,যুবলীগ নেতা হাবিবুর রহমান,আমান উল্লাহ, ছাত্রলীগ নেতা ইব্রাহীম আহত হয়। এসময় তারা ৩টি লেগুনা গাড়ি ও তিনটি সিএনজি স্কুটার ও ৪টি অটো রিক্সা ভাংচুর করে।
এ বিষয়ে এনবিআরের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম হোসেন বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। সুস্থ রাজনীতির জন্য আমি সর্বদা বদ্ধপরিকর। আমি সংঘাত চাই না। আমি চাই আগ্রাসী মনোভাবের রাজনীতি পরিহার করে, বঙ্গবন্ধুর আদর্শে সুস্থ ধারার রাজনীতি। কচুয়ায় এর আগেও আমার গাড়ি বহরে হামলা করা হয়েছে। আজও আমার কর্মী সমর্থকদের উপর হামলা করা হলো। কেন বার বার আমাকে সুস্থ রাজনীতির পথে বাধা দিয়ে যাচ্ছে এবং আমাকে বাকরুদ্ধ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটি অত্যন্ত নিন্দনীয় ও ন্যাক্কারজনক বলে তিনি মনে করেন।
তিনি আরোও বলেন, আমি বিভক্ত রাজনীতি চাই না। আমি সমগ্র কচুয়ার বঙ্গবন্ধুর আদর্শের সৈনিককে একই ছত্রছায়ায় দেখতে চাই। দেশনেত্রী শেখ হাসিনা যাকেই কচুয়ার জনগনকে সেবা করার সুযোগ দিবে, সেই হবে কচুয়ার বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের সেবক। এখনই সে বিষয় নিয়ে বাড়াবাড়ি ঠিক নয়। হামলা-মামলা করে জনগনকে স্তব্ধ করা যায় না। রাজনীতিতে আগ্রাসী মনোভাব ধ্বংস ডেকে অনে। এখন আমাদের আগ্রাসী মনোভাব পরিহার করে জনগনের পাশে থাকা প্রয়োজন।
এ হামলা প্রসঙ্গে কচুয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান বলেন, এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন সাহেবের বাড়িতে ওনার কর্মী সমর্থক দেখা করতে যাবার সময় গাড়ি আটকিয়ে দু’চারজনকে মারধরের কথা আমি শুনেছি । খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।