অাকাশ জাতীয় ডেস্ক:
টাঙ্গাইলের মির্জাপুরে অপহরণের তিন দিন পর দশম শ্রেণীর অপহৃত ছাত্রী ইসরাত জাহান সাদিয়াকে উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কুর্ণী বাসস্ট্যান্ড থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে। সাদিয়া এ উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের সহিদ সিদ্দিকীর মেয়ে।
জানা গেছে, ইসরাত জাহান সাদিয়া মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। ১৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাদিয়া বাড়ির পাশেই তার চাচার বাড়ি যাওয়ার পথে কাওছার এবং তার সহযোগীরা ওত পেতে থেকে অস্ত্রের মুখে জিম্মি করে সাদিয়াকে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় সাদিয়ার বাবা শহীদ সিদ্দিকী বাদী হয়ে ছয়জনকে আসামি করে মির্জাপুর থানায় একটি মামলা করেন। মামলা নং ২৬, তারিখ ২০-১১-২০১৭। সাদিয়াকে উদ্ধারে টাঙ্গাইল ডিবি ও মির্জাপুর থানা পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান চালায়। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানা পুলিশ মহাসড়কের কুর্ণী নামক স্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে সাদিয়াকে উদ্ধার করেন। পুলিশ এ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হকের সঙ্গে কথা হলে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের কুর্ণী নামক স্থানে অভিযান চালিয়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে সাদিয়াকে উদ্ধার করা হয়। বাসের নাম ও নম্বর জানতে চাইলে তিনি দিতে পারেননি। বৃহস্পতিবার সকালে সাদিয়ার জবানবন্ধি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আকাশ নিউজ ডেস্ক 






















