অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
চীন ও উত্তর কোরিয়ার ১৩টি বাণিজ্যিক সংগঠনের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সন্ত্রাসবাদে মদত দেয়ার অভিযোগে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ওয়েবসাইটে উত্তর কোরিয়াকে কালো তালিকায় রেখেছেন।
ট্রাম্প প্রশাসনের এখন লক্ষ্য হল, চীন ও উত্তর কোরিয়ার মধ্যে বাণিজ্যক সম্পর্ককে আঘাত করা। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে, এমন ভয়ংকর পরমাণু ক্ষেপণাস্ত্র একের পর এক তৈরি করে চলেছে কিম জং উন প্রশাসন।
নতুন মার্কিন নিষেধাজ্ঞার আওতায় যে চীনা সংস্থাগুলিকে কালো তালিকাভূক্ত করা হয়েছে, সেগুলির সঙ্গে উত্তর কোরিয়ার গত ৫ বছর ধরে ৭৫ কোটি মার্কিন ডলারেরও বেশি অর্থের বাণিজ্য চলে।
আকাশ নিউজ ডেস্ক 

























