অাকাশ জাতীয় ডেস্ক:
মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক। এরপর প্রেমিককে বিযে করতে বাড়ি থেকে পালিয়ে যায় ১৭ বছরে কিশোরী। কিন্তু নির্ধারিত স্থানে গিয়ে দেখে প্রেমিক নেই। হতাশ কিশোরীকে বাড়ি পৌছে দেওয়ার নাম করে গেরেজে নিয়ে রাতভর ধর্ষণ করে এক সিএনজি চালক। ঘটনাটি ঘটেছে সিলেট ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউপির চকবাজারে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক সিএনজি চালক ছমির মিয়াকে আটক করেছে পুলিশ।
ধর্ষণের শিকার কিশোরীর পিতা বাদী হয়ে শুক্রবার রাতে ছমির মিয়াকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওসমানীনগর থানায় মামলা করেন।
জানা যায়, ওসমানীনগর উছমানপুর ইউনিয়নের ব্রাহ্মণ শাসন গ্রামের ১৭ বছরের কিশোরী মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের টানে প্রেমিকের সঙ্গে বিয়ে করার উদ্দেশে গত ১৫ই নভেম্বর পালিয়ে যায়। প্রেমিকের কথামতো ওসমানীনগর উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর কদমতলায় ওই কিশোরী এসে তার প্রেমিককে না পেয়ে অভিযুক্ত সিএনজি চালক ছমির মিয়া কিশোরীকে বাড়ি নিয়ে যাবার কথা বলে তার সিএনজি অটোরিকশা করে নিয়ে চকবাজারের আলমগীরের গ্যারেজে আটকে রাখে। রাতে কিশোরীকে চেতনানাশক ওষুধ খাইয়ে ছমির মিয়া কিশোরীকে ধর্ষণ করে।
পরের দিন কিশোরীর পরিবারের লোকজন জানতে পেরে তাকে চকবাজারের অটোরিকশা গ্যারেজ থেকে উদ্ধার করে। ওসমানীনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে ছমির মিয়াকে আটক করে এবং নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আকাশ নিউজ ডেস্ক 
























