অাকাশ জাতীয় ডেস্ক:
নওগাঁর রানীনগর উপজেলার বেদগাড়ী নুরানী হাফেজিয়া মাদ্রাসা থেকে মো. সিজান (১৭) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকাল সাতটার দিকে তার লাশ উদ্ধার করা হয়। সিজান উপজেলার ঘোষগ্রামের আব্দুর বারিকের ছেলে। সে রানীনগর নুরানী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।
কয়েকজন মাদ্রাসাছাত্র জানান, প্রতিদিনের মতো মাদ্রাসার ক্লাস শেষে সিজান গতকাল রাতে বাড়ির দিকে রওনা হয়। কিন্তু অনেক রাত হওয়ার পরেও বাড়িতে না যাওয়ায় সিজানের বাড়ির লোকজন তাকে খুঁজতে মাদ্রাসায় আসেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে মাদ্রাসার নতুন একটি ঘরে সিজানের ঝুলন্ত মরদেহ দেখতে পায় তারা।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এস এম সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার চার ছাত্রকে থানায় নিয়ে আসা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
আকাশ নিউজ ডেস্ক 
























