অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
প্রেমিকা সম্পর্ক ভেঙে দেয়ার হুমকি দেয়ায় তার বাবাসহ তিনজনকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন ফ্রান্সের এক পুলিশ সদস্য। নিহত অন্য দুজন সাধারণ পথচারী ছিলেন।
বিবিসি জানিয়েছে গত শনিবার ফ্রান্সের সার্সেলেস শহরে এ ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্যের গুলিতে তার প্রেমিকা, প্রেমিকার মা ও বোন আহত হয়েছেন।
সার্সেলেস শহরের মেয়র ফ্রাসোয়া পুপোনি জানান, পুলিশ সদস্যের প্রেমিকা সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙে দেয়ার কথা জানান। লা মন্ডে পত্রিকা জানায়, প্রেমিকার ওপর ক্ষোভে ওই পুলিশ প্রথমে তার সার্ভিস পিস্তল দিয়ে দু’জনকে হত্যা করেন।
মেয়র ফ্রাসোয়া বলেন, ‘এই দু’জনের সঙ্গে পুলিশ সদস্যের কোনো পরিচয় ছিল না। আমি ওই দু’জনকে চিনতাম, কারণ সেখানে আমি ১০ বছর থেকেছি।’ এরপর ৩১ বছর বয়সী ওই পুলিশ সদস্য গাড়িতে থাকা তার প্রেমিকার মুখে গুলি করে।
আকাশ নিউজ ডেস্ক 

























