অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার জন্য হিলারি ক্লিনটনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হিলারির উদ্দেশে বলেছেন, আবার চেষ্টা করে দেখুন।
শনিবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, চরম পরাজিত হিলারি ক্লিনটন হচ্ছেন সর্বকালের সবচেয়ে বড় পরাজিত প্রার্থী। তবে তিনি থামবেন না যা রিপাবলিকান দলের জন্য ভালো। হিলারি, আপনি জীবনে উন্নতি করুন এবং আগামী তিন বছর পর আবারও চেষ্টা করুন।
জবাবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও গত নির্বাচনের পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, ট্রাম্পের মন সবসময় আমাকে নিয়ে আচ্ছন্ন থাকে। আরকানসাসের লিটল রকের একটি ফোরামে তিনি এ মন্তব্য করেন।
এ সময় সেখানে তার স্বামী ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনও উপস্থিত ছিলেন। বিল ক্লিনটনের নির্বাচনে বিজয়ী হওয়ার ২৫তম বার্ষিকীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ট্রাম্প সম্পর্কে হিলারি আরো বলেন, সত্যিকার অর্থে টুইট করা ও গল্ফ খেলা ছাড়া ট্রাম্প আর কী কিছু করেন? আমি তো আর কিছু দেখি না।
আকাশ নিউজ ডেস্ক 
























