অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৭০ কোটি ডলারের স্মার্টবোমা কিনছে তুরস্ক। এ বিষয়ে সম্প্রতি পেন্টাগনের সঙ্গে প্রায় ৭০ কোটি ডলারের স্মার্টবোমা ক্রয়ের চুক্তি করছে দেশটি। এক খবরে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
তুরস্কের এক সেনা কর্মকর্তারা জানিয়েছেন, তুরস্ক যখন একটি অসম যুদ্ধে জড়িয়ে পড়েছে সে সময় এই চু্ক্তি হলো। তাই একে সময়োপযোগী বলা যায়। জানা গেছে, যুক্তরাষ্ট্র তুরস্কের কাছে যেসব বোমা বিক্রি করবে তার মধ্যে বিএলইউ-১০৯ বাঙ্কার বিধ্বংসী বোমাও থাকবে। এই প্রথম এই জাতীয় বোমা তুরস্কের কাছে বিক্রি করছে যুক্তরাষ্ট্র।
বিএলইউ-১০৯ বোমায় ট্রাইটোনাল নামে পরিচিত প্রায় সাড়ে পাঁচশ পাউন্ড বিস্ফোরক থাকে। ভূগর্ভে আঘাত হানা না পর্যন্ত এই বোমা বিস্ফোরিত হয় না। ইরাক এবং আফগানিস্তানে এই বোমা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। এবার তুরস্কের হাতে তুলে দিচ্ছে এই বোমা। ২০২০ সালের মধ্যে সব বোমা সরবরাহ করা হবে বলে প্রত্যাশা করছে আংকারা।
আকাশ নিউজ ডেস্ক 
























