অাকাশ জাতীয় ডেস্ক:
পাবনার সুজানগরে নিখোঁজের দুই মাস পর বন্ধু মামুনের ঘরের মেঝের মাটির নিচে মিলল আরেক বন্ধু রবিউল ইসলামের মরদেহ। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে মেঝের মাটির নিচ থেকে নিহত রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামুনকে আটক করা হয়।
সজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক এ তথ্য জানিয়েছেন। নিহত রবিউল স্থানীয় সেলিম রেজা হাবিব ডিগ্র কলেজের বিবিএ দ্বিতীয়বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি মানিক হাট ইউনিয়নের উলাদ গ্রামে।
পুলিশ জানায়, বন্ধু মামুন হোসেনের ঘরের মেঝের মাটিতে নিহত রবিউলকে পুঁতে রাখা হয়েছিল। সেখান থেকে তার মরদহে উদ্ধার করা হয়েছে। আটক মামুন স্থানীয় বাসিন্দা রাজ্জাক শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর নিখোঁজ হন রবিউল ইসলাম। তার পরিবার বিভিন্ন স্থানে খুঁজে হদিস পাচ্ছিল না। এরই মধ্যে রবিউলের পরিবারকে মোবাইল ফোনে কল দিয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন মামুন হোসেন। কিন্তু রবিউলের পরিবার মুক্তিপণের টাকা দিতে পারেনি।
আকাশ নিউজ ডেস্ক 
























