অাকাশ জাতীয় ডেস্ক:
সাতক্ষীরা ভোমরায় নাশকতার অভিযোগে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার ভোমরা ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জামায়াত নেতা ৬ নং ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া এলাকার মৃত আবদুর রাজ্জাকের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে জামায়াত নেতা মোঃ মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করার অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি ১২টি নাশকতা মামলার পালাতক আসামী ।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে নাশকতা মামলার প্রস্তুতি চলছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























