অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি প্যারিসে যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ভেসো লি ড্রিয়াঁ বৃহস্পতিবার একথা জানান। এদিকে হারিরির পদত্যাগের পর বৈরুত রিয়াদের বিরুদ্ধে তাকে অপহরণের অভিযোগ এনেছে।
জ্যঁ সাংবাদিকদের বলেন, ‘তিনি ফ্রান্সে আসছেন এবং সৌদি প্রিন্সকে তা অবহিত করা হয়েছে।’ বুধবার রাতে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ও সৌদি যুবরাজ মোহাম্মদ সালমানের মধ্যে বৈঠককালে এ ব্যাপারে আলোচনা হয়। খবর এএফপি’র।
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে হারিরির বৈঠকের বিষয়ে প্রশ্ন করা হলে জ্যঁ বলেন, ‘বিষয়টি হারিরির ওপরই নির্ভর করবে।’লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন হারিরিকে ‘আটক’ করা হয়েছে বলে সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বিদেশ থেকে পাঠানো তার পদত্যাগ পত্র গ্রহণেও অস্বীকৃতি জানিয়েছেন।
উল্লেখ্য হারিরি সৌদি আরবেরও নাগরিক। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























