অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভেনিজুয়েলায় অবৈধ খনি শ্রমিকরা বুধবার টহলরত সৈন্যদের ওপর হামলা চালায়। এ সময় উভয়পক্ষের বন্দুকযুদ্ধে নয় সন্দেহভাজন অপরাধী নিহত হয়েছে। প্রত্যন্ত জঙ্গল এলাকার সেনাক্যাম্পে সৈন্যদের টহলকালে হামলার এ ঘটনা ঘটে।
সেনাবাহিনী জানিয়েছে, ওই এলাকার সংঘবদ্ধ অপরাধীরা এই ঘটনার সঙ্গে জড়িত। সৈন্যদের দলটি বলিভার রাজ্যের এল সালাওয়ের বাইরে ভালে ভার্দেতে টহল দিচ্ছিল। এই ঘটনায় টহল দলের এক সদস্য আহত হয়েছে।খবর এএফপি’র।
অঞ্চলটি ব্রাজিল সীমান্ত থেকে খুব একটা দূরে নয়। সেখানে স্বর্ণসহ বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে। ভেনিজুয়েলার রপ্তানী আয়ের প্রধান উৎস তেলের দাম কমে যাওয়ায় দেশটিতে অর্থনৈতিক সংকট শুরু হয়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম স্থিতিশীল রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























