আকাশ বিনোদন ডেস্ক:
সম্প্রতি দীপিকা পাডুকোন, পরিণীতি চোপড়া, রণবীর সিংহ, মিলিন্দ সোমান নেতিজেনদের সমালোচনার পাত্র হয়েছিলেন। এবার পালা দিশা পটানির। অনেকে আবার তার কাজ নিয়ে তীর্যক মন্তব্য করে লিখেছেন, ‘ক্যারিয়ার শুরু হওয়ার আগেই যখন ওড়া শুরু হয়…’।
.দু’দিন আগেই পুরনো একটি ফটোশ্যুটের তিনটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ‘বাগি টু’-এর নায়িকা দিশা। সেই ছবির কমেন্টেই তাকে সমালোচনার শিকার হতে হল।
কারো কারো মন্তব্য, ‘প্লিজ এত এক্সপোজ করবেন না’। আবার ‘ম্যাডাম শরীর দেখিয়ে সুন্দর হওয়া যায় না, শরীর ঢেকে রাখলেই সৌন্দর্য বাড়ে।’
বলিউডে গুঞ্জন রয়েছে জ্যাকি শ্রফের ছেলে টাইগারের সঙ্গে সম্পর্ক রয়েছে দিশার। এম এস ধোনির বায়োপিকে অভিনয় করে নজর কেড়েছিলেন দিশা।
আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা যায়, দিশা পটানি পুরী জগন্নাথের ‘লোফার’ ছবির মাধ্যমে বলেউডে অভিষেক করেছিলেন। তবে এখনও এই সমালোচনা নিয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।
আকাশ নিউজ ডেস্ক 























