অাকাশ জাতীয় ডেস্ক:
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুড়ে পড়ে গেছে। বুধবার বিকেল পৌনে ৪টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে উপজেলার বারেরায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকেল সোয়া ৫ টার দিকে স্থানীয়দের মাধ্যমে উদ্ধার তৎরতা শুরু হয়েছে। একটি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, নোয়াখালীর কোম্পানিগগঞ্জ থেকে ছেড়ে আসা বৈশাখী পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুড়ে পড়ে যাওয়ার পর সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৈশাখী পরিবহনের এই বাসে অন্তত্য ২৫-৩০ জন যাত্রী ছিলো বলে জানা গেছে। এখনও বাসটির ভেতরে অন্তত ১৫ যাত্রী আটকা পড়ে আছেন।
মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের একটি টিম বিকেল ৪ টায় এসে ঘটনাস্থলে পৌঁছালেও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় উদ্ধার কাজ শুরু করতে পারেনি।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























