আকাশ বিনোদন ডেস্ক:
নব্বই দশকের বড় পর্দার আলোচিত জুটি ছিলেন সঞ্জয় কাপুর ও মাধুরি দিক্ষীত। পরিচালক ইন্দ্র কুমারের ‘রাজা’ ছবিতে দর্শকদের নজর কাড়েন এ তারকা জুটি। এ ছবিটিতে অভিনয় করে সে বছর ফিল্ম ফেয়ারে সেরা অভিনেত্রীও নির্বাচিত হয়েছিলেন মাধুরী।
দীর্ঘদিন পর আবারও এ জুটির দেখা মিলবে, তবে সেটা বড় পর্দায় নয়। সম্প্রতি শুরু হওয়া ছোট পর্দার সিরিয়াল ‘দিল সামাল জা জারা’-তে অভিনয় করছেন সঞ্জয় কাপুর। আর এ সিরিয়ালটির একটি পর্বে একই ফ্রেমে দেখা যাবে মাধুরী আর সঞ্জয়কে। এমন তথ্য জানিয়েছে সিরিয়ালটি প্রচারের দায়িত্বে থাকা স্টার প্লাস কর্তৃপক্ষ।
দর্শকদের একটু চমক দিতেই এমন আয়োজন করেছেন বলে জানিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ। একটি অসম প্রেমের গল্প নিয়ে সিরিয়ালটি নির্মিত।
এদিকে সম্প্রতি একটি মারাঠি ছবিতে কাজ করার ঘোষণা দিয়েছেন মাধুরী দিক্ষীত। আসছে ডিসেম্বরে সে ছবির কাজ শুরু করবেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























