অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে সংঘটিত ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দুঃখ-দুর্দশা দূর করার জন্য সাহায্য অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। সরকারের তিন বিভাগের প্রধান ও গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
তিনি বলেন, “প্রিয়জনকে হারানো অনেক কষ্টের এবং কঠিন বিষয় তবে আমরা আশা করি নিহতদের পরিবারের লোকজনের মাঝে সর্বশক্তিমান আল্লাহ প্রশান্তি দেবেন এবং ক্ষমা ও ভালোবাসা দিয়ে তিনি তাদের অশ্রু মুছে দেবেন।”
সর্বোচ্চ নেতা আরো বলেন, “কেরমানশাহ প্রদেশের সাহসী জনগণ ও নির্ভীক সীমান্তরক্ষীদের এ দুঃখে আমরা তাদের প্রতি গভীর সমবেদনা জানচ্ছি।”
দুর্গত এলাকায় প্রেসিডেন্ট হাসান রুহানি এবং গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সফর এবং উদ্ধার তৎপরতা নজরদারির জন্য সর্বোচ্চ নেতা প্রশংসা করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























