আকাশ বিনোদন ডেস্ক:
একাধার অভিনেত্রী, নৃত্যশিল্পী ও মডেল, তিনি বিজরী বরকত উল্লাহ। বর্তমান সময়টা নাটকেই ব্যস্ততা কাটছে তার। তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বাবুই পাখির বাসা; নাটকটির প্রচার শেষ হচ্ছে আগামীকাল।
এই নাটকে বিজরী বরকত উল্লাহর বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম। এদিকে আজ বিজরী বরকত উল্লাহর জন্মদিন। তবে দিনটিকে ঘিরে বিশেষ অনুষ্ঠানের বা বিশেষ কোন আয়োজনের কোন পরিকল্পনা নেই বিজরীর।
বিজরী বলেন, ‘জন্মদিনটি আসলে একান্তই আমার একটি দিন। এই দিনটিতে আমি একদম ফ্রি থাকতে চাই। আমার বাবা-মা আর দিনার দিনটিকে বিশেষায়িত করে তোলার চেষ্টা করেন।’ আপাতত আর নতুন কোন ধারাবাহিক নাটকে দেখা যাচ্ছেনা তাকে।
তিনি বলেন, ‘আপাতত কোনো ধারাবাহিক নাটক নয়। নতুন বছরের শুরুতে নতুন বেশ কয়েকটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করতে পারি। এরইমধ্যে বেশ কয়েকজন নাট্যনিদের্শকের সঙ্গে কথাও হয়েছে।’
আকাশ নিউজ ডেস্ক 

























