অাকাশ জাতীয় ডেস্ক:
সিলেটের জাফলংয়ে পাথর উত্তোলন করতে গিয়ে মাটিচাপা পড়ে এক কিশোরী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। এ ঘটনায় নান্নু মিয়া নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে মন্দিরজুম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরীর নাম শম্পা দাশ। তার বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ী উপজেলার সামপুর গ্রামে।
গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে অবৈধভাবে মন্দিরজুম এলাকায় একটি গর্ত থেকে পাথর উত্তোলনের সময় ভূমিধসে ৬ জন চাপা পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় এক কিশোরীর মৃত্যু হয়।
তিনি জানান, এ ঘটনায় পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের সভাপতি নান্নু মিয়াকে আটক করেছে পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 
























